দেশে লঞ্চ করল একটি দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি। Citroen সংস্থার এই হ্যাচব্যাকটির নাম Citroen e-C3। গাড়িটির দাম শুরু হচ্ছে ১১.৫০ লক্ষ টাকা থেকে, মাত্র ২৫ হাজার ডাউন পেমেন্টেই গাড়িটি বুক করা যাবে। এছাড়া এই গাড়িতে রয়েছে 29.3kWh ব্যাটারি প্যাক। ইলেকট্রিক গাড়িটির সর্বাধিক স্পিড 107 kmph। গাড়িটিতে ইকো এবং স্ট্যান্ডার্ড দুই রকমেরই ড্রাইভিং মোড রয়েছে। রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমও রয়েছে গাড়িতে।
Nawshad Siddique: জেলমুক্তি ঘটল না নওশাদের, হাইকোর্টের রায়ে ফের জেলেই ভাঙড়ের বিধায়ক
এই গাড়িতে ব্যবহৃত ডিসি চার্জারের মাধ্যমে মাত্র ৫৭ মিনিটেই ৮০% চার্জ হতে পারে। Citroen এই গাড়িটির ব্যাটারির সঙ্গে 7 বছর বা 1,40,000 কিলোমিটারের ওয়ারান্টি দেওয়া হচ্ছে। অন্য দিকে গাড়িটির মোটরের সঙ্গে 3 বছর বা 1,25,000 কিলোমিটারের ওয়ারান্টি দেওয়া হচ্ছে। Citroen e-C3 Feel মডেলটির দাম ১২. ১৩ লাখ টাকা।