আজকাল বিয়ে বাড়িতে রকমারি সব কাণ্ডকারখানা হয়। কেউ ডেস্টিনেশন ওয়েডিং করে, কারও না প্রি ওয়েডিং-এ থাকে চমক। আর বিয়েবাড়ি মানেই আত্মীয় স্বজনদের হুল্লোড়, সাজগোজ, খাওয়া-দাওয়া। এবার ভিনদেশে বিয়ে করতে যাওয়ার জন্য আস্ত একখানা বিমানই ভাড়া করে নিলেন যুগল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের ভিডিয়ো৷
আরও পড়ুন : শিক্ষা সবার, মেসির আর্ম ব্র্যান্ডে বিশ্বের জন্য বার্তা
কারও কারও ভিডিয়ো দেখে চোখ কপালে উঠেছে৷ কেউ বলছেন 'একেই বলে বিয়ে', কেউ বা বলেছেন 'ঠিক এতটুকুই বড়লোক' হতে চাই। শ্রেয়া শাহ নামে এক ইনস্টা ব্যবহারকারী এই ভিডিয়োটি পোস্ট করেছেন। তিনিই জানান বোনের বিয়ের জন্য আস্ত ফ্লাইটই ভাড়া করা হয়েছে। সবার মুখেই হাসির ঝিলিক।
আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হয় কত জিনিসই। কখনও রান্না, কখনও গান নাচ, কখনও বা মজার মজার নানা কাণ্ড, আর সেসব ভিডিও নেশার মতোই দেখে নেটবাসী। এই ভিডিও ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।