ভারতের মতো দেশে ফুটবল পাগল অনেকেই হন, তা বলে বিয়ের পিঁড়িতে জার্সি চাপিয়ে? বিশ্বকাপ ফাইনালের দিনই এমন অভিনব ঘটনার সাক্ষী থাকল কেরালার কোচি শহর।
কনে এমব্যাপে ভক্ত, পাত্র আবার মেসির অন্ধ ফ্যান। কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না, নিজেদের পছন্দের ফুটবল তারকার জার্সি গায়ে চাপিয়ে বিয়েতে বসলেন শচীন আর আতিরা। নিজেদের জীবনের স্পেশাল দিনটা বাছার সময় বিশ্বকাপ ফুটবলের ফাইনালের তারিখটাই মাথায় রেখেছে দুজনে।
Today Gold Price: পৌষের বাজারে মহার্ঘ্য হলুদ ধাতু , বুধবার ফের বাড়ল সোনার দাম
লুসেইলে ম্যাচ শুরুর একটু আগেই বিয়ে করেন দুজন। শচীন আর্জেন্টিনা, আতিরা ফ্রান্সের দাই হার্ড ফ্যান। কিন্তু শেষ হাসিতো মেসির দলই হাসল, ফাইনালে আর্জেন্টিনার জয়ের পর আতিরা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “এ বার খেলা বরের হাতে।”
ফুটবল নিয়ে এমন উন্মাদনা ভারতেই সম্ভব, একবাক্যে স্বীকার করছেন নেটিজেনরা।