সঙ্গী ছাড়াই 'গর্ভবতী' হল কোস্টারিকার চিড়িয়াখানার একটি কুমির। কুমিরটি একটি ভ্রূণ তৈরি করেছে, তার সঙ্গে যেটির জিনগত মিল ৯৯.৯৯%। পাখি, মাছ বা অন্যান্য সরীসৃপ প্রজাতির মধ্যে তথাকথিত ‘কুমারী জন্ম’-এর কথা শোনা গেলেও কুমিরের মধ্যে এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি।
কুমারী অবস্থাতেই গর্ভধারণের ঘটনাকেই বিজ্ঞানে পার্থেনোজেনেসিস বলে। প্রকৃতপক্ষে, যৌন মিলন ছাড়া শিশুর জন্ম হলে তাকে এই নামে ডাকা হয়। আর জন্মানো শিশুদের বলা হয় পার্থেনোজেন।
আরও পড়ুন: লিঙ্গসাম্যের লড়াইয়ে আয়ুষ্মান, LGBTQ-কমিউনিটিকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে নিলেন উদ্যোগ
উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারিতে কোস্টারিকার পার্ক রেপ্টালিনিয়ায় ১৮ বছর বয়সী মেয়ে আমেরিকান কুমিরটি ডিম পাড়ে। ভেতরের ভ্রুণ সম্পূর্ণরূপে গঠিত হলেও, সেটি মৃতজাত হওয়ায় ডিম ফোটেনি। কীভাবে সম্ভব হয়েছিল এই চমকে দেওয়ার মতো ঘটনা? তা নিয়ে রীতিমতো গবেষণাও শুরু হয়। পাঁচ বছর পর সম্প্রতি সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে জার্নাল বায়োলজি লেটারসে।
কোস্টা রিকার ওই কুমিরটির ১৪টি ডিমের মধ্যে ৭টি ডিম পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। আপাতত তাদেরই দেখাশোনা করছে চিড়িয়াখানার কর্তৃপক্ষ।