সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন জিনিস ভাইরাল হয়, যা দেখে কখনও হাসতে হাসতে পেট ফাটার জোগাড় হয় কখনও বা চোখ জুড়িয়ে যায়। কত প্রতিভা, কত মানুষকে দেখা হয়ে যায় মুঠো ফোনে, সোশ্যাল মিডিয়ার দৌলতে। এবার তেমনই এক ভিডিয়ো হল ভাইরাল। ১৯৮৭ সালের 'ডন' সিনেমার বিখ্যাত 'খাইকে পান বানারস ওয়ালা' গানটি শোনেননি এমন মানুষ হাতে গোনা। এবার সেই গানেই দুর্দান্ত নেচে নেটিজেনদের মন খুশি করে দিয়েছেন এক ব্যক্তি।
একটি বিয়েবাড়ির অনুষ্ঠানেই প্রাণের সুখে এই নাচ নেচেছেন তিনি৷ ব্লেজার আর ট্রাউজারেই মঞ্চ কাঁপিয়েছেন তিনি। প্রতিবেদনটি লেখার সময়, ইতিমধ্যেই প্রায় ২০২ হাজার মানুষ পছন্দ করেছেন ভিডিয়োটি।