দেবারতীর তখন ২ বছর বয়স, বাবাকে হারিয়ে মা-ই হয়ে উঠেছিল একমাত্র সম্বল। সময় গড়িয়েছে অনেক। তরুণী মেয়ে এবার মাকে অনুপ্রাণিত করলেন নতুন জীবন শুরু করতে।
৫০ বছর বয়সে আবার বিয়ে করলেন শিলংবাসী মৌসুমি চক্রবর্তী। দু'দশকেরও আগে স্বামীকে হারিয়েছিলেন। একা হাতে হয়ে উঠেছিলেন ছোট্ট দেবারতীর মা-বাবা দুই-ই। নতুন করে দাম্পত্য জীবন শুরু করার কথা ভাবেননি, ছোট্ট মেয়ের কথা ভেবে। সেই মেয়েই বড় হয়ে চেয়েছিল, মায়ের নতুন জীবন হোক। সব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে অবশেষে নতুন জীবন শুরু হয়েছে মায়ের, গত মার্চেই। ঠিক যেন সিনেমার গল্প।
তবে দেবারতী কোনও তাড়াহুড়োয় বিশ্বাসী নন, তাই মা'কে বলেছিলেন, বিয়ের আগে বন্ধুত্বে জোর দিতে। মৌসুমির স্বামী বাংলারই। দেবারতীর মায়েরই সমবয়সী তিনিও।
মায়ের বিয়ের ছবি ইন্সটাতেও পোস্ট করেছেন দেবারতী। তাঁর এই আধুনিক মানসিকতার জন্য যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছেন মুম্বই-এ কর্মরতা দেবারতী।