ভারতের লেনদেন সংস্থা 'ক্রেড' বরাবরই তাদের বিজ্ঞাপনী প্রচারে চমক রাখে। এবারে তাঁদের বিজ্ঞাপনী প্রচারের মুখ বাহুবলীর পরিচালক রাজা মৌলি, অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। অতীতে রাহুল থেকে, মনিন্দর সিং-কেও এই বিজ্ঞাপনে দেখা গিয়েছে। বিজ্ঞাপনের শুরুতে ওয়ার্নারকে ফোন করেন রাজামৌলি, বলেন 'ম্যাচ টিকিটে মি ডিসকাউন্ট পেতে পারি?'। পাল্টা ওয়ার্নারও একটি ফেভার চান।
যখন রাজামৌলি বলেন তার কাছে CRED UPI নেই, ওয়ার্নার রাজামৌলির চলচ্চিত্রের অংশ হওয়ার সুযোগটি কাজে লাগান। আর তাতেই হেসে ফেটে পড়ার জোগাড় হয়েছে। রাজামৌলি এবং ওয়ার্নার উভয়েই এই বিজ্ঞাপন শেয়ার করেছেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউজ।