শাহরুখ কাজলের এভারগ্রিন ছবি, 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' দেখেননি এমন ভারতবাসী মেলা দায়৷ ছবির শেষ দৃশ্য মনে আছে তো? কাজলের বাবা যেখানে বলছেন 'যা সিমরন যা, জি লে আপনি জিন্দেগি'। চলন্ত ট্রেনের গেটে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ ওরফে রাজ, ছুটে যাচ্ছেন কাজল। সেই রাজ সিমরনের DDLJ জুটিই যেন এবার ফের দেখা গেল বাস্তবে।
বাংলাদেশের এক জুটি আমির হামজা এবং ফাতেমা তুজ জোহরার প্রেমেও ওতোপ্রোতোভাবে জড়িয়ে রয়েছে ট্রেন। সালটা ২০১৮ । আমিরের বাড়ি সিলেটে, ফাতেমা ঢাকার মেয়ে। সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপেই তাদের পরিচয়৷ হঠাৎ একদিন ফাতেমা জানতে পারেন আমির আত্মহত্যার পরিকল্পনা করছেন।
আমিরের সিদ্ধান্ত জানতে পেরেই ফাতেমা ঠিক করেন আমিরকে এই পরিস্থিতি থেকে বের করে আনবেন তিনি। অতীতের এক ভেঙে যাওয়া সম্পর্কের অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন আমির৷ কিন্তু ধীরে ধীরে মুঠোফোনে কথা বলতে বলতেই দুজন দুজনের ভরসার পাত্র হয়ে ওঠে। এরপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়, সেই থেকেই গল্পের শুরু৷
এরপর গোপনে প্রেম শুরু হয় তাদের। সিলেট স্টেশন থেকে যায় তাদের প্রেমের সাক্ষী হয়ে। ফাতেমাকে ট্রেনে তুলে দিয়েই বাড়ি ফিরতেন আমির। DDLJ - এর শাহরুখের স্টাইলে ট্রেনে উঠে দাঁড়াতেন আমির । এরপর ফাতেমাকে হাত ধরে ট্রেনে তুলে দিয়ে তবেই নামতেন। এরপর বাড়ির অমতে ২০২০ সালে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে গোপনে বিয়েও সারেন তারা। পরে যদিও সামাজিক ভাবেও বিয়ে হয় তাদের। তাদের বিয়ের ফটোশ্যুটে ফুটে উঠেছে তাদের প্রিয় স্টেশন। বর কনের সাজেই তারা ডিডিএলজে স্টাইলে করেছেন ফটোশ্যুট। সেই ছবি এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।