সারা দেশজুড়েই চলছে আন্তর্জাতিক যোগ দিবসের নানা অনুষ্ঠান। এরই মধ্যে নজর কাড়ল পুলিশের এক অনুষ্ঠান, বাকি সদস্যদের সঙ্গে যোগা করলেন এক সারমেয়।
ইন্দোটিবেটান বর্ডার পুলিশের ডগ স্কোয়াডের এক কুকুর রীতিমতো আর পাঁচজনের সঙ্গেই শরীরচর্চা করল ডগ স্কোয়াডের এক কুকুর।
কাশ্মীরের উধমপুরের প্রানু ক্যাম্পে হয়েছে যোগা দিবসের অনুষ্ঠানটি। সারমেয়র যোগাভ্যাসের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে।