কাজ করতে করতে ক্লান্ত? খাওয়ার ইচ্ছে আছে ষোল আনা, অথচ বাইরে যেতে ইচ্ছে করছে না? নাগালেই রয়েছে অনলাইন ব্যবস্থা! খাবার অর্ডার করে দিলেই তা হাজির হয়ে যাবে দরজায়! কিন্তু, এই বজ্র আঁটুনিতেও ফস্কা গেরো! লিঙ্কডিনের এক ইউজার দেখালেন, কীভাবে অনলাইন খাবার অর্ডারে গ্রাহককে অতিরিক্ত গ্যাঁটের কড়ি খরচা করতে হয়!
বিনায়ক রাজানাহাল্লি নামের ওই লিঙ্কডিন ইউজার দুটি বিলের ছবি শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, সুইগি বা জোম্যাটোর মত জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে কত টাকা পড়েছে আর নিজে গিয়ে রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে এলে পড়েছে কত টাকা। পার্থক্যটা ছবিতেই স্পষ্ট।
যে খাবার কিনতে ৮২৩ টাকা পড়েছে সুইগিতে আর ৭৮৫ টাকা পড়েছে জোম্যাটোতে, সেটিই রেস্তোরাঁ থেকে সরাসরি কিনতে পড়েছে ৪৪০ টাকা!
তিনি ছবি দুটি শেয়ার করে লেখেন, "এখন এমনই দিনকাল পড়েছে, আমরা অনলাইনে খাবার অর্ডার করতে গিয়ে দ্বিতীয়বার ভাবি না। ভাবলে হয়তো বুঝতে পারতাম, যে খাবারের দাম রেস্তোরাঁ যা নেয়, সুইগি বা জোম্যাটো থেকে কিনলে তাতে খরচ বৃদ্ধি পায় আরও ১০ থেকে ২০ শতাংশ বেশি! আমি তো অবাক হয়ে ভাবি, এই ফুড ডেলিভারি অ্যাপগুলি এত টাকা রোজগার করার পরেও কী করে এত লোকসানে চলে!"