গত মাস খানেক ধরে দেশজুড়ে সবচেয়ে বেশি ট্রেন্ডিং নাচের স্টেপ 'ঝুমে যো পাঠান'এর। এবার সেই গানের হুক স্টেপ নাচার লোভ সামলাতে পারলেন না অধ্যাপিকারাও। দিল্লি বিশ্ববিদ্যালয়ের একদল অধ্যাপিকার নাচ এখন রীতিমতো ভাইরাল। শাড়িতেই দিব্যি নেচে উঠলেন সকলে। সেই ভিডিও শেয়ার না করে পারলেন না স্বয়ং পাঠান।
দিল্লির জেসাস অ্যান্ড মেরি কলেজের পড়ুয়ারা প্রথমে নাচ শুরু করেছিলেন, তাঁদের দেখে যোগ দিলেন একদল অধ্যাপিকা। ব্যাস, সাথে সাথে হাত তালি। সেই ভিডিও টুইট করে কিং খান লিখেছেন, 'রকস্টার! আমরা ভাগ্যবান, দেশে এমন শিক্ষক শিক্ষিকা আছেন, যারা পড়ুয়াদের শুধু শিক্ষাই দেন না, ওদের সঙ্গে উদযাপনেও শামিল হন'।
Nilanjana Sengupta Birthday: নীলাঞ্জনার জন্মদিন! হইহই করে উদযাপনে শামিল টলিপাড়ার একগুচ্ছ চেনা মুখ