টাকা রোজগারের জন্য বাড়ি ছেড়েছিলেন। পাড়ি দিয়েছিলেন বিদেশে (Dubai)। ধনী হওয়ার স্বপ্ন থাকলেও, গাড়ি চালিয়ে (Driver) দিন গুজরান করতেন গত চার বছর ধরে। কিন্তু আচমকাই ভাগ্য (Lottery) বদল। কে জানত অজয়ের ভাগ্যে জ্যাকপট (Lottery) লেখা আছে।
দুবাইয়ে পেশায় গাড়ির ড্রাইভার অজয় অগুলা। তাঁর বন্ধু-বান্ধবদের সঙ্গে লটারি টিকিট কেটেছিলেন। কিন্তু লটারির ফল ঘোষণা হতেই চক্ষু চড়কগাছ। কারণ তাঁর কাটা টিকিটের পুরস্কার হিসেবে বেঁধেছে ৩৩ কোটি টাকা। যা তিনি একপ্রকার বিশ্বাসই করতে পারছেন না।
দক্ষিণ ভারতের এক গ্রামের বাসিন্দা অজয়, বর্তমানে দুবাইয়ের একটি সোনা কারখানার গাড়ির চালক হিসেবে কাজ করেন। মাসিক রোজগার ৩২০০ দিরহাম। যা ভারতীয় মুদ্রায় ৭১ হাজার টাকা। নিজের খরচ চালিয়ে কিছুটা অংশ ভারতে পরিবারের কাছে পাঠাতেন তিনি। এভাবেই কেটে যেত তাঁর দিন, মাস, বছর।
আরও পড়ুন- ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন দল কত টাকা পায়? ক্রিকেটেই বা কেমন পুরস্কার মূল্য
আচমকা টাকা পেতেই ভাগ্য বদল অজয়ের। কী করবেন এত টাকা দিয়ে? এই প্রশ্ন করা হলে দুবাইয়ে বসবাসকারী এই দক্ষিণ ভারতীয় যুবক জানান, এই বিপুল পরিমাণে টাকা দিয়ে পরিবারের জন্য একটি বাড়ি কিনবেন। এছাড়াও আশেপাশে গ্রামের বাসিন্দাদের কথা ভেবে একটি দাতব্য কেন্দ্র তৈরি করবেন। যেখানে দুঃস্থ মানুষ পরিষেবা পাবেন।