বৃহস্পতিবার থেকে প্রায় ১২ জনের উপর সাংবাদিকদের (Jounalists) টুইটার হ্যান্ডেল (Twitter Account Ban) ব্যান করা হয়েছে। সাংবাদিকদের 'অ্যাকাউন্ট সাসপেণ্ড ' নোটিশ দিয়ে ব্যান করা হয়েছে। নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট সহ বেশ কয়েকটি তাবড় সংবাদমাধ্যমের সাংবাদিকদের টুইটার ব্যান করা হয়েছে।
আরও পড়ুন : শীতে মোজা পরলেই পায়ে দুর্গন্ধ? সমাধান আপনার হেঁশেলে
এই প্রসঙ্গে এলন মাস্ক Elon Mask) জানান, ডক্সিং নিয়ম সাংবাদিকদের জন্যও প্রযোজ্য। অর্থাৎ কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য অনলাইনে লিক হলে সেই অ্যাকাউন্টে কোপ পড়বে। বৃহস্পতিবার গভীর রাতে সাংবাদিকদের অ্যাকাউন্ট ব্যানের পাশাপাশি তাদের পুরানো সব টুইট ও মুছে ফেলা হয়।
তবে কী কারণে এই অ্যাকাউন্টগুলি স্থগিত করা হল, কোন ব্যক্তিগত তথ্য লিক হয়েছে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি৷ টুইটার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘টুইটারের নিয়ম লঙ্ঘন করে এমন অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে’।