কাতার বিশ্বকাপের (Qatar Worldcup) নানা মেজাজ অবাক করে দিচ্ছে গোটা বিশ্বকে। সম্প্রতি সামনেসেছে সেরকমই এক অবাক করা তথ্য। ব্রিটেনের বিশ্বকাপ তারকাদের প্রেমিকা-স্ত্রীয়েরা মিলে নাকি শুধু ২০,০০০ মার্কিন ডলার খরচ করেছেন রকমারি ককটেলে গলা ভেজাতে।
ইংরেজ ফুটবল দলের সদস্যদের পরিবার, বান্ধবী সকলেই আছেন এমএসসি ওয়র্ল্ড ইওরোপা (MSC world Europa) নামের বিলাসবহুল ক্রুজে। কম করে তিরিশটি বার রয়েছে সেই ক্রুজে। বিলাস কাকে বলে, দেখতে হলে এই ক্রুজে আসতে হয় একবার। একাধিক রেস্তোরাঁ, পোশাকের দোকান, বিউটি স্যালন, কী নেই তাতে?
বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইরানকে হারিয়েছিল ইংল্যান্ড, সেই জয় উদযাপন হয়েছিল গুচ্চছের শ্যাম্পেনের বোতল দিয়ে, জার এক একটার দাম ৩০০ মার্কিন ডলার। সঙ্গে দামি ককটেলও ছিল। সূত্রের খবর বলছে, এক রাতেই নাকি শেষ হয়েছিল মজুত থাকা শ্যাম্পেন-ককটেলের স্টক।
Midnapore Dharna: 'বৌকে ফেরত চাই', শ্বশুরবাড়ির সামনে ধর্না দিয়েও ব্যর্থ পিংলার যুবক
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে ব্রিটিশ তারকাদের স্ত্রী-বান্ধবীদের পছন্দের অ্যালকোহল-যুক্ত পানীয়ের জন্য খরচ করা হয়েছে ২০,০০০ মার্কিন ডলার।
অ্যালকোহলযুক্ত পানীয় নিয়ে যাবতীয় কড়াকড়ি কাতারের বাকি অংশে থাকলেও ক্রুজ সব নিয়ন্ত্রণের আওতার বাইরে পড়ে।