রবি ঠাকুরের 'হঠাৎ দেখা' মনে পড়ে? সেই কথাগুলো,
"আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে,
কিছুই কি নেই বাকি।"
রেলগাড়ির কামরায় দেখা হয়েছিল প্রাক্তন প্রেমিক-প্রেমিকার। এ যেন অনেকটা তেমনই।
তিন বছর দেখা সাক্ষাৎ নেই। এক বছরের আইনি লড়াই-এর পর খাতায় কলমে সম্পর্ক শেষ। কিন্তু শেষ বলে সত্যি কিছু হয়? মেট্রোয় হঠাৎ দেখা হল প্রাক্তণ স্ত্রীর সঙ্গে। হিসেবগুলো সব গুলিয়ে গেল, দুজন দুদিকে মুখ ফিরিয়ে চলে যাওয়ার বদলে ২৮-র স্টিভেন অফিস কামাই করে প্রাক্তন স্ত্রী অ্যান্ডির সঙ্গে গেলেন রেস্তোরাঁয়। একটা গোটা দিন কাটিয়েই ফের শপথ নিলেন একসঙ্গে থাকার। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ‘প্রেমের শহর’ প্যারিসে।
২০১৬-য় দুজনের পরিচয়, মানে লভ অ্যাট ফার্স্ট সাইট যাকে বলে। ২০১৮-তে বিয়ে। কিন্তু বিবাহিত জীবন বড় সুখের হয়নি, নানা অশান্তির কারণেই বিচ্ছেদ হয়েছিল। মেট্রোয় দেখা হতেই এবার সেকেন্ড ইনিংস শুরু। আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন যুগল।