এবার আধারে থাকবে ফেস অথিন্টিকেশন। UIDAI আরডি সার্ভিস অ্যাপের মাধ্যমে এই ফেস অথিন্টিকেশন করা যাবে। ওই অ্যাপের মাধ্যমে এবার কার্ডের বদলে নির্দিষ্ট ব্যক্তির মুখের ছবি থেকেই আধারের তথ্য জানা যাবে।
এদিন টুইট করে UIDAI জানিয়েছে, জীবনপ্রমাণ, পিডিএস, স্কলারশিপ স্কিম, কোউইন, ফার্মার ওয়েলফেয়ার স্কিম-সহ বিভিন্ন অ্যাপেও এই ফেস অথিন্টিকেশন করা যাবে।
কীভাবে আধার ফেস আরডি সার্ভিস অ্যাপে লগ ইন করবেন!
গুগল প্লে-স্টোরে যাবেন। আধার ফেস-আরডি সার্চ করবেন
ইনস্টল করে অ্যাপটি ওপেন করবেন
ফেস অথিন্টিকেশন করাতে, অন স্ক্রিন ফেস অথিন্টিকেশন নির্দেশ দেখুন, আর চালু করুন
সঠিক ফেস অথিন্টিকেশনের জন্য আলো আছে, এমন জায়গায় থাকতে হবে। ক্যামেরার কাছাকাছি থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ থাকতে হবে। ক্যামেরার লেন্স একবার মুছে নিলে, আরও ভাল।