জীবনের সেরা দুটো ঘণ্টা কাটালেন বিমানে। একেবারে শেষ মুহুর্তে আসন বদলাতেই হাতে যেন চাঁদ পেলেন রাঁচির বাসিন্দা চন্দন সিনহা৷ ধোনি আর তাঁর বাড়ি একই জায়গায় সে গর্ব তো ছিলই। কিন্তু তাই বলে খোদ ক্যাপটেন কুল সফর সঙ্গী? বিমানে ধোনির সঙ্গে দুঘণ্টা সফর কাটানোর অভিজ্ঞতা শেয়ার করলেন ওই ব্যক্তি।
Asian Games 2023: এশিয়ান গেমসে দিনভর ভাল খবর, সেলিং-এ ব্রোঞ্জ জয় বিষ্ণু সারাভানানের
বিমান যাত্রার সময়ে আচমকাই দেখা হয়ে গেল মাহির সঙ্গে। ইনস্টাগ্রামে চন্দন লিখেছেন, “একেবারে শেষ মুহূর্তে বিমানের শেষ সারি থেকে দ্বিতীয় সারিতে বসতে বলা হয় আমাকে। ভাবতেই পারিনি যে সামান্য এই পরিবর্তনই আমার জীবনের সেরা আড়াই ঘণ্টা হয়ে থাকবে।”