সন্তানের সাফল্যের থেকে খুশি বাবা মায়ের আর কিচ্ছুতে নেই। তাঁদের ভালোর জন্যই তো দিনরাত এক করে দেন বাবা-মায়েরা। সদ্য একটি ভিডিও নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। বোর্ডের পরীক্ষায় ছেলে প্রথম হওয়ায়, আইফোন ১৬ কিনে উপহার দিলেন বাবা।
ভাবছেন নিশ্চিত? এ আর এমন কী! বাবা ছেলেকে আইফোন কিনে দিচ্ছে, এমনটা তো আখছারই হয়। কিন্তু এই ক্ষেত্রে গল্পটা খানিক আলাদা। যেই ব্যক্তি এই আইফোন কিনে দিয়েছেন তিনি পেশায় একজন স্ক্র্যাপ ডিলার। অর্থাৎ, তাঁর পেট চলে কাগজ, প্লাস্টিক ও আবর্জনা কুড়িয়ে। সেগুলো বেচে যা দাম পান, তাতেই চলে সংসার।
কাগজ কুড়িয়েই নাকি দুইটি আইফোন কিনে ফেলেছেন ওই ব্যক্তি। অভাবের সংসারে পয়সার তোয়াক্কা করেননি। আর এই ঘটনা দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। বইছে প্রশংসার বন্যাও। সেই আইফোন সকলকে দেখিয়েওছেন ওই ব্যক্তি। কথাতেই তো আছে, শখের দাম লাখ টাকা। এই ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।