মাঝ আকাশে বোনের সঙ্গে দেখা। বোন যে বিমানের ক্রু, দাদা সেই বিমানেই চেপেছিলেন। আর ভাই বোনের সেই বিশেষ মুহূর্তের ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের।
ইন্সটাগ্রামের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানের এক মহিলা ক্রু যাত্রীদের সঙ্গে কথা বলছেন। ওই মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করেন তাঁর দাদা। আর পরে তা শেয়ার করে ওই ব্যক্তি ক্যাপশনে লিখেছেন,'ফ্ল্যাইট অ্যাটেন্ডেন্ট যখন আপনার বোন হয়।'
এছাড়াও এই ভিডিয়োতে ভাই-বোনকে একে অপরের সঙ্গে হাসি বিনিময় করতে দেখা গিয়েছে। এমনকি পরে তাঁকে বোন এবং অন্যান্য ক্রু মেম্বারদের সঙ্গেও ছবি তুলতে দেখা গিয়েছে।