দরজায় কড়া নাড়ছে প্রেম দিবস, পোশাকি ভাষায় 'ভ্যালেন্টাইন্স ডে'। ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে প্রেম দিনের প্রাক পর্ব অর্থাৎ রোজ ডে, প্রপোজ ডে, প্রমিস ডে ইত্যাদি। ভেবেছেন বিশেষ দিনে মনের মানুষের সঙ্গে কী করবেন, কোথায় যাবেন? Flipkart আপনার দিনটিকে বিশেষ করতে নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার। Valentine's Day উপলক্ষে ফিল্পকার্ট দিচ্ছে যুগলের জন্য জোড়া সিনেমার টিকিট।
তবে এমনি এমনি মিলবে না টিকিট। সেক্ষেত্রে এই ই-কমার্স জায়ান্ট সংস্থা থেকে আপনাকে কিনতে হবে ৮০০ টাকার জিনিস৷ পরিবর্তে মিলবে দুটি 'Pathaan' এর টিকিট। 91Mobiles-এর রিপোর্ট অনুযায়ী, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিটা শো এবং শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মর্নিং শো’য়ের টিকিটের বন্দোবস্ত করেছে Flipkart। অফারটি চলবে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত। এক্ষেত্রে গ্রাহকদের বয়স হতে হবে ১৮ ঊর্ধ্ব।