মাত্র সাতাশ বছরেই বিশ্বরেকর্ড! মাত্র ২৭? মোটেও নয়। মানুষ হলে মাত্র হতো। কিন্তু এ যে সাতাশে প্রবীণ। আসলে প্রবীণতম। সাতাশ বছর বেঁচে গিনেস বুকে নাম তুলল ফ্লসি, এক বেড়াল।
মানুষের জীবন কালের সঙ্গে তুলনা করলে সাতাশ মানে ১২০ বছর! হ্যাঁ বিশ্বরেকর্ড করার মতোই বটে! নভেম্বরের ১০ তারিখে ২৬ বছর ৩১৬ দিনে পড়েছে ফ্লসি! স্বীকৃতি মিলেছে প্রবীণতম বেড়ালের।
জীবন সায়াহ্নে এসে কেমন আছে ফ্লসি? বহাল তবিয়তে! শুধু চোখের দৃষ্টি ম্লান হয়ে এসেছে, আর কানে প্রায় শুনতেই পায় না।