অবাঞ্ছিত গর্ভধারণ এবং প্রোটেকশন ছাড়া যৌন সংসর্গ একাধিক রোগের সৃষ্টি করে, এবং জনসংখ্যায় প্রভাব ফেলে। তাই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ ঘোষণা করেন সেই দেশে ১৮ থেকে ২৫ বয়সীদের বিনামূল্যে দেওয়া হবে কন্ডোম। ওষুধের দোকানেও তাঁরা কন্ডোম কিনতে এলে নেওয়া হবে না টাকা।
আরও পড়ুন : জিম করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন তরুণী, ঘটনাস্থলেই মৃত্যু ২৮ বছরের ডায়নার
মাকরঁ জানান, ১ লা জানুয়ারি থেকেই দেশের সমস্ত ওষুধের দোকানে ১৮ থেকে ২৫ বয়সীদের বিনামূল্যে নিরোধ দেওয়া হবে। পরিসংখ্যান বলছে, ২০২০-২১ সালে ৩০% বেড়েছে দেশের যৌন রোগ। গর্ভপাত এবং রোগ এড়াতেই এই সিদ্ধান্ত মাকরেঁর।
এর আগে নিরোধ ব্যবহারে উৎসাহ দিতে ফ্রান্স সরকার ৫ টি পর্ন ছবি বানিয়ে, জনগণকে দেখার জন্য অনুরোধ করেছিল। দেশবাসীকে পর্ন দেখতেও বলা হয়েছিল। তবে এরপরেই ফ্রান্স সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে, দেশের মানুষকে পর্ন আসক্ত করে তোলা হচ্ছে। এরপরই ওই সিনেমাগুলি দেখানো বন্ধ হয়ে যায়।