সুকান্ত ভট্টাচার্যের কবিতার সেই শব্দগুলো মনে পড়ে? 'পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি'! তেমন-ই সসেজকে খুব কাছ থেকে দেখলে কী মনে হয় আপনার? সম্প্রতি এক স্প্যানিশ সসেজের (Sausage) ছবি পোস্ট করে তাঁর বিবরণে লেখা হয়েছিল, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টরাই-এর ছবি। অবশেষে প্রকাশ্যেই ক্ষমা চাইলেন পোস্ট কর্তাফরাসি বজ্ঞানী এতিয়েনে ক্লেইন (Etienne Klaein)।
নিছক মজা করেই টুইট করেছিলেন স্প্যানিশ সসেজের বেশ ক্লোজ আপ একটি ছবি। অ্যাঁর লিখেছিলেন, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)-র তরফে প্রক্সিমা সেন্ট্রাই-এর ছবি প্রকাশ্যে আনা হয়েছে, এটি নাকি সেটাই। ফ্রান্সের অলটারনেটিভ এনার্জি অ্যান্ড অ্যাটমিক এনার্জি কমিশনের ডিরেক্টর পদে রয়েছেন এতিয়েনে ক্লেইন। টুইটারে তাঁর প্রায় ১ লক্ষের কাছাকাছি ফলোয়ার। স্বভাবতই তাঁর টুইট নিমেষে ভাইরাল হয়ে যায়, কয়েক হাজার শেয়ার, রিটুইটও হয়।
Saibal Bhattacharya : নিজেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, আত্মহত্যার চেষ্টা অভিনেতা শৈবাল ভট্টাচার্যের
পরে নানা বিতর্ক তৈরি হয় পোস্টটিকে ঘিরে, শেষমেশ, বিজ্ঞানী ক্লেইন স্বীকার করেন, ছবিটি সত্যিই সসেজের, তাঁর রসিকতা যে এই বিপুল বিভ্রান্তি তৈরি করবে, তা তিনি জানতেন না।