Alcohol Consumption: মদ্যপানের ঝোঁক অনেকটাই কম নয়া প্রজন্মের, দাবি সাম্প্রতিক এক সমীক্ষায়

Updated : Sep 03, 2024 07:22
|
Editorji News Desk

গত প্রজন্মের তুলনায় নেশা করার ধুম অনেকটাই কম। মদ্যপানের অভ্যাসও অনেকটাই কমছে নতুন প্রজন্মের। সমাজমাধ্যমে সাম্প্রতিক সমীক্ষা কিন্তু সেই কথাই বলছে। আদৌ কি তা ঠিক! সত্যিই কি জেন জি মদ্যপান থেকে নিজেদের দূরে রাখছে!

প্রাচীন কাল নিয়ে গর্বের রেওয়াজ চিরাচরিত সময় থেকে চলে আসছে। বাবাদের যে কথা বলেছেন দাদুরা, তাই আবার পরবর্তী প্রজন্মকেও শুনতে হয়। তা গান হোক, বা সিনেমা। বা অন্য কোনও অভ্যাস। গত প্রজন্ম সব সময়ই ভাবে, নতুন প্রজন্ম মানেই তরুণ তুর্কী। জীবন নিয়ে নানাবিধ গবেষণা করতে গিয়ে মদ্যপানের মতো নেশা করা খুবই সাধারণ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় করা একটি সমীক্ষা বলছে ঠিক উল্টোটাই। বেরেনবার্গের এক সমীক্ষায় দেখা গিয়েছে, পার ক্যাপিটায় মিলেনিয়াল প্রজন্মের তুলনায় জেন জি প্রজন্মের মধ্যে মদ্যপানের ঝোঁক অনেক কম। নেশা করার হার কমেছে ২০ শতাংশ।

মিশিগান ইউনিভার্সিটির একটি সমীক্ষা বলছে, গত ২ দশকে কলেজ পড়ুয়া প্রাপ্ত বয়স্কদের ২০-২৮ শতাংশ মদ্যপান করেন না।

চিকিৎসকরা বলছেন, এর পিছনে অন্যতম কারণ সচেতনতা বৃদ্ধি। নিয়মিত মদ্যপানের ফলে যে শারীরিক ক্ষতি হয়, সেই সম্পর্কে সচেতন জেন জি। নতুন প্রজন্ম ভীষণভাবে ফিটনেস সচেতন। জীবনযাত্রার জন্য কোনটা ঠিক, কোনটা ভুল, তা নিয়েও ওয়াকিবহাল. অ্যালকোহল কতটা ক্ষতিকর, তাও ভাল করে বোঝে এই প্রজন্ম। সোশ্যাল মিডিয়ার অ্যাওয়ারনেসও তাঁদের চোখে পড়ে। তাই এই নেশা থেকে নিজেদের দূরে রাখতে পারছেন তাঁরা। 

সমীক্ষায় দেখা গিয়েছে, আগের প্রজন্মের থেকে জেন জি মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন। ৫০ শতাংশ তরুণ-তরুণী নিয়মিত শরীর চর্চা করেন। আগের প্রজন্মে সেই সংখ্যাটা ৪৫ শতাংশ। শুধু তাই নয়, জাঙ্ক ফুড থেকেও নিজেদের দূরে সরিয়ে রাখতে পারেন নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা। সব কিছুই নিজেকে ফিট রাখার জন্য। ২০২১ সালে একটি খাদ্য সংস্থা টেকনমিক সমীক্ষা করে জানিয়েছে, নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের ৫৮ শতাংশ রেস্তোরাঁয় গিয়ে খাওয়া পছন্দ করেন। গত প্রজন্মে এই হার ছিল ৬৫ শতাংশ।  

gen z

Recommended For You

editorji | ট্রেন্ডিং

Indian Wedding : 'অ্যানিম্যাল' সিনেমার কায়দায় বিয়ে, তুমুল ভাইরাল হলেন বর-বউ

editorji | ট্রেন্ডিং

Rajuda Parota: রাজুদার পকেট পরোটার তরকারি বানাবেন কীভাবে? সিক্রেট রেসিপি ফাঁস

editorji | ট্রেন্ডিং

Brain Eating : ঘুম হয় না ঠিক করে? জানেন আপনার মস্তিষ্ক নিজেই নিজেকে খেয়ে ফেলতে পারে এই কারণে?

editorji | ট্রেন্ডিং

Elephant Memory : স্মৃতি তুমি কার! অতীত কখনও ভোলে না হাতি, নেয় প্রতিশোধও, কেন জানেন?

editorji | ট্রেন্ডিং

No Shave November : ক্যানসার আক্রান্ত পিতার স্মৃতিতে নতুন ট্রেন্ড শুরু করলেন পুত্র-কন্যারা, জানুন ইতিহাস