রোনাল্ডো মানেই আগ্রাসন। রোনাল্ডো মানেই গোল ক্ষুধা। রোনাল্ডো মানেই সেলিব্রেশন। কিন্তু এতকিছুর পরেও আর এক রোনাল্ডো আছেন, যা তিনি ছাড়া আর কেউ জানেন না। তাই সন্তানের মৃত্যুর খবর পেতেই ফুটবল মাঠে ছেড়ে সটান চলে আসতে পারেন। এমনকী ফুটবল ছেড়ে দেওয়ার চরম সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলতে পারেন, কোনও কিছু না ভেবে। রোনাল্ডো ও তাঁর সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক নিয়ে এই প্রথমবার মুখ খুলতে চলেছে জর্জিনা রডরিগেস। আগামী ২৪ মার্চ নেটফ্লিক্সে দেখানো হবে নতুন শো 'আই অ্যাম জর্জিনা'। যেখানে মাতৃত্ব থেকে সংসার সবকিছু নিয়ে খোলামেলা রোনাল্ডোর বান্ধবী।
একবার নয়, তিনবার মিসক্যারেজ হয় তাঁর জীবনে। চতুর্থবার যমজ সন্তানের জন্ম দেন। কিন্তু মারা যায় একজন। এক ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে সেইসময় কাটিয়েছিলেন তিনি। আর তাঁর একমাত্র আশা-ভরসার নাম ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি জানিয়েছেন, শরীর আলট্রা সাউন্ড নিতে তিনি ভয় পান। কারণ, তিন বারের মিসক্যারেজ তাঁর মন ভেঙে দিয়েছিল।
গত এপ্রিলে যমজ সন্তানের মা হয় জর্জিনা। কিন্তু দুর্ভাগ্য, মারা তাঁর ছেলে। তাই মেয়ে বেলা নিয়ে বাড়ি ফিরে বাকিদের তিনি জানিয়েছিলেন, অন্যজন পরে আসবে। পরে বাবা রোনাল্ডোর মুখ থেকে বাকিরা শুনেছিলেন তাদের ভাইয়ের মৃত্যু সংবাদ। আর সেই সময় রোনাল্ডো তাঁকে মুগ্ধ করেছিল বলেও নিজের শোয়ে জানিয়েছেন জর্জিনা।
রোনাল্ডোর পাঁচ সন্তান। এর মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রের মায়ের নাম জানাননি পর্তুগিজ ফুটবলার। সারোগেসির মাধ্যমে জন্ম হয় এভা এবং মাতেওর। অ্যালানা এবং বেলার জন্ম দেন জর্জিনা।