গত দিন দুয়েক ধরেই খবরের শিরোনামে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশের (universe) নানা সময় এবং ঘটনার ছবি তুলে তা প্রকাশ্যে এনেছে নাসা। সেই সব ছবি রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে সারা দুনিয়ায়। আজ দিনভর সেই সব ছবি নিয়েই মেতেছে গুগল ডুডল (google doodle)।
জেমস ওয়েব টেলিস্কোপের (James Webb Telescope) তোলা প্রথম ছবিই সাড়া ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার রাতে আরও একগুচ্ছ ছবি সামনে আনল নাসা। তার কোনওটা মহাকাশের জন্মলগ্নের। কোনওটা আবার নক্ষত্রের মৃত্যু মুহূর্তের। মহাকাশের ছায়াপথের নানা খুটিনাটিও ধরা পড়ল এ যাবত কাল পর্যন্ত প্রকাশিত সবচেয়ে স্পষ্ট মহাজাগতিক ছবিতে। আর সে সব নিয়েই মেতে থাকল সোশ্যাল মিডিয়া।
NASA: নক্ষত্রের মৃত্যুর মুহূর্ত ধরা পড়ল ওয়েব টেলিস্কোপে, একগুচ্ছ ছবি সামনে আনল নাসা
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের (James Webb Space Telescope) ক্যামেরায় পৃথিবী থেকে ২,৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত অস্থিরমতি নীহারিকা NGC 3132, যা কিনা সাদার্ন রিং নেবুলা নামে পরিচিত, তার ছবি ধরা পড়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA), মঙ্গলবার রাতে, তারই একগুচ্ছ ছবি সামনে এনেছে। তাতে ধূলিকণা, ধোঁয়া এবং গ্যাসের বলয়ের মাঝখানে দেখা গিয়েছে মৃত্যুপথযাত্রী নক্ষত্রকে। ধরা পড়েছে নক্ষত্রের মৃত্যু।
সোমবার রাতেই নাসার তরফে প্রথম ছবিটি প্রকাশ করে জানানো হয়েছিল, আজ পর্যন্ত মহাকাশের যত ছবি তোলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে ধারালো এবং গভীরতম ইনফ্রারেড ছবি সেটি। প্রায় ১৩০০ কোটি বছর আগের আলোর সন্ধান পেল নাসার টেলিস্কোপ। সেই ছবি হোয়াইট হাউজে দাঁড়িয়ে প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উল্লেখ্য, প্রায় ১৪০০ কোটি বছর আগে ‘বিগ ব্যাং’ বিস্ফোরণের পরই নক্ষত্র ও গ্যালাক্সি তৈরি হয়েছিল। সেই আদি নক্ষত্রপুঞ্জের একটি ধরা পড়ে নাসার টেলিস্কোপে।