তাঁর গলায় কখনও কান্না ঝরেছে, কখনও আগুন। মানুষের হারিয়ে যাওয়া বিবেক কথা বলে উঠত তাঁর গানে। সেই ভূপেন হাজারিকার (Bhupen Hazarika) জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে গুগল ডুডল (Google Doodle)।
আজ গুগলের হোমপেজ খুললেই প্রয়াত শিল্পীর ছবি। মাত্র ১০ বছর বয়সে তার সঙ্গীত ক্যারিয়ার শুরু হয় এবং তিনি তাঁর প্রথম গান রেকর্ড করেছিলেন। গানের মাধ্যমে মানুষের গল্প বলা ভূপেন হাজারিকার গানের বৈশিষ্ট।
ভূপেন হাজারিকা সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মশ্রী এবং পদ্মভূষণের মতো অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন। তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। এমনকি আজও, তাঁর গান এবং চলচ্চিত্রগুলি পুরো প্রজন্মকে মোহিত করে চলেছে।