অসুস্থ রাজু রাস্তোগী'র বাবার চিকিৎসার জন্য তাঁকে স্কুটিতে বসিয়ে একেবারে হাসপাতালের ওয়ার্ডের ভিতরে নিয়েছিল রাঞ্চো! বলিউডের জনপ্রিয় ছবি 'থ্রি ইডিয়টস'-এর এই দৃশ্যের কথা অনেকেরই মনে আছে। সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি হল এবার বাস্তবে! মধ্যপ্রদেশে নিজের অসুস্থ দাদুকে বাইকে বসিয়ে একেবারে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের মধ্যেই ঢুকে গেলেন এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে ভোপাল থেকে ৪৫০ কিলোমিটার দূরের সাতনা শহরের সর্দার বল্লবভাই পটেল জেলা হাসপাতালে।
জানা গিয়েছে, শনিবার রাতে নীরজ গুপ্তা নামের ওই ব্যক্তির দাদু অসুস্থবোধ করলে তিনি আর উপায়ন্তর না দেখে বাইকে বসিয়েই দাদুকে নিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করতে চলে আসেন!
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইমার্জেন্সি ওয়ার্ডের মধ্যে বাইক দাঁড় করিয়েছেন নীরজ গুপ্তা। বাইক থেকে তাঁর দাদুকে নামিয়ে আনছেন অন্য এক ব্যক্তি ও হাসপাতালের এক কর্মী।
ভিডিয়োটি অচিরেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর তা নিয়ে নানা মজার প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা।