ছাদনাতলায় বর এলেন মদ্যপ অবস্থায়। বিয়েতে বসলেনও সেই অবস্থাতেই। পুরোহিতের পাঠ করা মন্ত্র উচ্চারণের আগেই জড়িয়ে যাচ্ছিল তাঁর জিভ। বিয়ের আসরে তাঁকে জাগিয়ে রাখাই দায়! ভাইয়ের কোলে একসময় ঘুমিয়েও পড়লেন। আর এই কাণ্ড দেখে বিয়ে বাতিল করে দেন পাত্রী। অসমের নলবাড়ি এলাকার ঘটনা।
পাত্র নলবাড়ি শহরের বাসিন্দা প্রসেনজিৎ হালোই। মদ্যপ অবস্থাতেই বিয়ে করতে এসেছিলেন। ছাদনাতলাতেই পাত্রকে ঘুমিয়ে পড়তে দেখে পাত্রী তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন।
গোটা বরযাত্রীর ৯৫ শতাংশই নাকি মদ্যপান করেই ছেলের বিয়ে দিতে এসেছিলেন বলে দাবি পাত্রীর পরিবারের। থানায় অভিযোগ জানিয়েই ক্ষান্ত হননি, পাত্রীপক্ষ বিবাহ অনুষ্ঠানের আয়োজনে খরচের জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন।