কলেজ বেলার প্রেম। সেই প্রেম পরিণতি পাচ্ছে, তাই বাড়তি খুশি তো আছেই। দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করার অনুভূতিটাই আলাদা। আর সম্পর্ক গভীর হলে, সহজে আসে আবদার, এ তো জানা কথাই। এ হেন অভিষেক শর্মা(Abhishek Sharma) বিয়ের চলাকালীন বেঁকে বসলেন মালাবদলের সময়। আবদার খানা কী?,
হবু বউকে আগে চুমু দিতে হবে বরের গালে, ইশারায় গালটাও বাড়িয়ে দিলেন প্রেমিকা আনমোলের দিকে। এদিকে হোক না দীর্ঘ দিনের প্রেমিক, কনেসুলভ লজ্জায় লাল আনমোল (Anmol)। ওদিকে হবু বর তো 'না' শুনতে রাজি নয়, অগত্যা কনে শেষমেশ একটা চুমু দিয়েই ফেললেন সকলের সামনে। তারপরই হল মালাবদল। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে ইন্সটাগ্রামে। উইটি ওয়েডিং নামে একটি ইন্সটা হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে মিষ্টি ভিডিওটি।