ভক্তির বিড়ম্বনা। গুজরাতের এক মন্দিরে ঘটে গেল অদ্ভুত ঘটনা৷ সেখানে রয়েছে একটি ছোট হাতির মূর্তি৷ সেই মূর্তির পায়ের ফাঁক দিয়ে মাথা গলিয়ে চলছিল প্রার্থনা। কিন্তু মাঝপথে ওই হাতির পায়ের ফাঁকেই আটকে যান বপু নামের এক ব্যক্তি। কথিত আছে, ওই মূর্তির পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে এসে প্রার্থনা করলে নাকি ইচ্ছা পূরণ হয়।
যেমন কথা তেমন কাজ। ওই ব্যক্তি সকাল সকাল মন্দিরে এসে ওই পাথরের হাতির মধ্যে দিয়ে গলতে যান, আর তখনই আটকে পড়েন তিনি। হাজার চেষ্টা করেন বেরিয়ে আসার, কিন্তু পাথরের হাতির মাঝে তিনি কূল কিনারা করতে পারছিলেন না। সম্প্রতি এই ভিডিয়ো তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নেটবাসীর কথায়, 'ভক্তির বিড়ম্বনা'' যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটর জি বাংলা৷
পাথরের হাতির তলায় আটকে থাকা ওই ব্যক্তিকে সকলে মিলে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা চালান ওই ব্যক্তি, ভিডিয়োতে সেই দৃশ্যও ধরা পড়েছে। তখন 'ভক্তি' কার্যত মাথায় ওঠার জোগাড়। ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে নেটমাধ্যমে৷