প্রি ওয়েডিং থেকে শুরু হয়েছিল উদযাপন, একে একে গায়ে হলুদ, বিয়ে, সব হল। শুধু ছিল না কোনও পাত্র, আর ছিল না পাত্রপক্ষ এবং পুরোহিতও। বাড়িতেই ডিজিটাল আচার অনুষ্ঠান মেনে বিয়ে করলেন ২৪ বছরের ক্ষমা বিন্দু (Kshama Bindu)। ৪০ মিনিটের বিয়েতে শুধু পুষ্প বৃষ্টি করেছেন কনের বন্ধুরা। আর কথা দিয়েছেন জীবনভর ক্ষমার পাশে থাকবেন। সদ্য জুড়ে যাওয়া 'বিবাহিত' তকমায় দারুণ খুশি ক্ষমা।
ভদোদরার এক বেসরকারি সংস্থায় কর্মরত ক্ষমা যে নিজেই নিজেকে বিয়ে (Sologamy) করতে চলেছেন, এ খবর আগেই ছড়িয়ে পড়েছিল গোটা দেশজুড়ে। কিন্তু নির্দিষ্ট দিনের আগেই ঘটল শুভ পরিণয়। নিজের দেখা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরে মনের জোর আরও বেড়ে গেছে ক্ষমার। আর ভারতীয় রীতি মেনে বিয়ের পর নিজের ঘর ছাড়ার নিয়মটা এক্ষেত্রে না থাকায় বেজায় খুশিও সে।
Roddur Roy : চেতনা বিজ্ঞানে গবেষণা, জড়িয়েছেন একাধিক বিতর্কে, কে এই রোদ্দুর রায় ?
প্রথমে ঠিক ছিল এক মন্দিরে ক্ষমা বিয়ে করবেন ১১ জুন। কিন্তু সব রকমের বিতর্ক এড়াতে শেষ মুহূর্তে বিয়ের তারিখ পাল্টাতে হয়। মন্দিরের বদলে নিজের বাড়িতেই বসে বিয়ের আসর।
ক্ষমার পরিবার বেশ প্রগতিশীল। মেয়ে নিজেকে বড্ড ভালবাসে, তাই নিজেকেই নিজে বিয়ে করতে চায়, এ কথা মানতে সমস্যা হয়নি ক্ষমার অভিভাবকের। আর শুধু বিয়ে তো নয়, সামনেই গোয়ায় হানিমুন প্ল্যান করেছেন ক্ষমা।