বছরের এই সময়টায় সবকিছুতেই বড়দিনের থিম। সাজে তো বটেই, এমন কী চুলের স্টাইলেও। ক্রিস্টমাস ট্রিয়ের আদলে ইয়া লম্বা বিনুনি বানিয়ে বিশ্বরেকর্ড করে ফেললেন সিরিয়ার এক স্টাইলিস্ট। দানি হিসওয়ানির নাম এখন গিনেস বুক অফ ওয়র্ল্ড রেকর্ডে। তাঁর করা বিনুনি লম্বায় ৯ ফুট সাড়ে ৬ ইঞ্চি।
পুরো বিনুনির আকারটা ক্রিস্টমাস ট্রিয়ের। যে মহিলার চুলে এই বিনুনি করা হয়েছে, তাঁকে রীতিমতো হেলমেট পরিয়ে পরচুলা, হেয়ার এক্সটেনশন ব্যবহার করে পুরো ব্যাপারটা সাজানো হয়েছে।
Leonel Messi-Argentina: মেসিদের অভ্যর্থনায় জন বিস্ফোরণ! হুডখোলা বাস ছেড়ে হেলিকপ্টারে যাত্রা মেসিদের
ক্রিস্টমাস ট্রিয়ের আদলে চুল বাঁধা কিন্তু দানির এই প্রথম নয়, তবে এবার জেদ চেপেছিল বিশ্বরেকর্ডের। সেটা করে দেখালেন দানি।