বয়স কমানোর ওষুধ আবিষ্কার করে ফেললেন হার্ভাড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা! গত ১২ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। তবে ওই ওষুধ এখনও মানবদেহে ব্যবহার করা হয়নি।
প্রতিবেদনটিতে জানানো হয়েছে, বেশ কয়েক ধরনের ওষুধ একসঙ্গে মিশিয়ে একটি বিশেষ ট্যাবলেট আবিষ্কার করেছেন গবেষকরা। এটিকে ‘কেমিক্যাল ককটেল ওষুধ’ বলে দাবি করেছেন তাঁরা। গবেষক ডেভিড সিনক্লেয়ার জানিয়েছেন, এই ওষুধ খেলে শারীরিক ও মানসিকভাবে বয়স কমবে। গবেষকরা জানিয়েছেন, তাঁরা মোট পাঁচ থেকে সাতটি ওষুধ ব্যবহার করেছেন এই ককটেলে। ওষুধগুলি বয়স্ক মানুষদের শারীরিক ও মানসিক নানা রোগের চিকিৎসায় আলাদাভাবে ব্যবহার করা হয়। সেগুলিকে একসঙ্গে মিলিয়ে এসেছে দারুণ সাফল্য।
কী ভাবে তৈরি হয়েছে এই ওষুধ?
গবেষকরা এমন একটি অণু তৈরির কাজ করছিলেন, যা কোষের বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে বাধা দেবে, ত্বকে যৌবনের হারানো জেল্লা ফিরিয়ে আনবে। ওষুধ তৈরির পর বড় চ্যালেঞ্জ ছিল, দেহের কোন অঙ্গে কীভাবে এই তা প্রয়োগ করলে ফল মিলবে, তা খুঁজে বের করা।
গবেষকরা জানিয়েছেন, স্নায়ু, মস্তিষ্ক, কিডনি ও মাংসপেশিতে কাজ করবে এই কেমিক্যাল ককটেল ওষুধ। আপাতত কেবল ইঁদুর ও বাঁদরের উপরেই হয়েছে এই ওষুধের প্রয়োগ। গবেষকদের দাবি, ওই প্রাণীদের দৃষ্টিশক্তি ও আয়ু দুইই বেড়েছে। আগামী বছর এর প্রয়োগ হবে মানবদেহে।