On this day March 14: 'আলম আরা'র মুক্তি, আইনস্টাইনের জন্মগ্রহণ, সনিয়া গান্ধীর সভাপতিত্ব, ইতিহাসে ১৩ মার্চ

Updated : Mar 14, 2024 10:27
|
Editorji News Desk

ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।

বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।

প্রতিটি দিন বিশেষ কারণ প্রতিটি দিনের নিজস্ব ইতিহাস আছে। ১৯৩১ সালের ১৪ মার্চ মুক্তি পায় 'আলম আরা'। এই ছবির প্রথম শো দেখানো হয়েছিল মুম্বইয়ের ম্যাজেস্টিক সিনেমায়। বিকেল তিনটেয় শো শুরু হওয়ার কথা থাকলেও সকাল ন'টা থেকে সিনেমা হলের বাইরে ভিড় জমিয়েছিল মানুষ। কালোবাজারিতে টিকিটের দাম উঠেছিল প্রায় ৫০ টাকা পর্যন্ত! সেই সময়ের নিরিখে যা একপ্রকার অবিশ্বাস্য!

১৮৭৯ সালের ১৪ মার্চ জন্মগ্রহণ করেন বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। 

তার পিতা একটি তড়িৎরাসায়নিক কারখানা পরিচালনা করতেন। তবে আইনস্টাইন ১৮৯৫ সালে সুইজারল্যান্ডে চলে আসেন এবং পরের বছর জার্মান নাগরিকত্ব ত্যাগ করেন। পদার্থবিজ্ঞান এবং গণিতে বিশেষায়িত হওয়ায় ১৯০০ সালে জ্যুরিখের ফেডারেল পলিটেকনিক স্কুল থেকে একাডেমিক শিক্ষা ডিপ্লোমা অর্জন করেন। পরের বছর তিনি সুইজারল্যান্ডের নাগরিকত্ব অর্জন করেছিলেন, যা তিনি আর ত্যাগ করেননি। তাঁর e=mc^2 তত্ত্বে বলেছিলেন যে, শক্তি ভর এবং গতির রূপান্তরিত রূপ ছাড়া আর কিছুই নয়।

১৯৯৮ সালের ১৪ মার্চ, সনিয়া গান্ধী প্রথমবারের মতো কংগ্রেস সভাপতি হন। কংগ্রেস সভাপতি হিসাবে তাঁর মেয়াদ দলের ইতিহাসে দীর্ঘতম। তিনি ১৯৯৮ থেকে ২০১৭ পর্যন্ত কংগ্রেস সভাপতির পদে ছিলেন।

History

Recommended For You

editorji | ট্রেন্ডিং

Indian Wedding : 'অ্যানিম্যাল' সিনেমার কায়দায় বিয়ে, তুমুল ভাইরাল হলেন বর-বউ

editorji | ট্রেন্ডিং

Rajuda Parota: রাজুদার পকেট পরোটার তরকারি বানাবেন কীভাবে? সিক্রেট রেসিপি ফাঁস

editorji | ট্রেন্ডিং

Brain Eating : ঘুম হয় না ঠিক করে? জানেন আপনার মস্তিষ্ক নিজেই নিজেকে খেয়ে ফেলতে পারে এই কারণে?

editorji | ট্রেন্ডিং

Elephant Memory : স্মৃতি তুমি কার! অতীত কখনও ভোলে না হাতি, নেয় প্রতিশোধও, কেন জানেন?

editorji | ট্রেন্ডিং

No Shave November : ক্যানসার আক্রান্ত পিতার স্মৃতিতে নতুন ট্রেন্ড শুরু করলেন পুত্র-কন্যারা, জানুন ইতিহাস