ভরসন্ধ্যাবেলা রোগী সেজে বাড়িতে ঢুকে এক হোমিওপ্যাথি চিকিৎসক এবং তাঁর স্ত্রীকে খুন করল দুষ্কৃতিরা৷ পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার নতুন বাজার সংলগ্ন ভগবানবাসান এলাকার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের নাম শেখ আলাউদ্দিন (৫৫) এবং হীরা বিবি (৪৭)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে।
মৃত চিকিৎসকের ভাগ্নে শেখ শামিম জানান, তিনি মামার বাড়ির সামনে একটি বাইক দাঁড়িয়ে থাকতে দেখেন। বাইকের পাশে দুজন ব্যক্তিও ছিল। তাদের একজনের মুখ হেলমেটে ঢাকা, অন্যজনের খোলা মুখ। প্রথমে তারা জানায় ডাক্তার দেখাতে এসেছে। সন্দেহ হওয়ায় শামিম তাদের ধরতে যান। কিন্তু তারা বাইক ফেলে জঙ্গলের পথে পালায়।
ভোজালি বা কোনও ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। খুনের পিছনের আর্থিক লেনদেনের বিষয় থাকতে পারে বলে মনে করছে পুলিশ।