ইচ্ছেশক্তির এক অনন্য উদাহরণ। দশম শ্রেণির পরীক্ষায় ইংরাজিতে ৩৫, অঙ্কে ৩৬ এবং বিজ্ঞানে ৩৮ নম্বর পাওয়া সেদিনের সেই ছেলেটা আইএএস আধিকারিক (IAS officer)। হ্যাঁ এই গল্প অনেকটা চমকে ওঠার মতই। যার রেজাল্টে একসময় সকলে বলতেন তাঁর দ্বারা কিছহু হবে না, দেশের সবচেয়ে কঠিন পরীক্ষায় উতরে আজ তিনিই মস্ত বড় অফিসার। আইএএস আধিকারিক তুষার সুমেরার (Tushar Sumera) সেই রেজাল্ট আজ রীতিমত ভাইরাল নেটদুনিয়ায়।
জীবনের অনেক ধাপেই সাফল্য তেমন উজ্জ্বল হয়না। সেখানেই কি সবটা শেষ হয়ে যায়? ভবিষ্যতের সব সম্ভাবনাই নষ্ট হয়ে যায়? এই চিন্তা যে কতোটা ভুল, তাই প্রমাণ করে দেয় তুষারের এই মার্কশিট। আইএএস আধিকারিক অবনীশ শরণ সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতেই তুষারের এই মার্কশিট সামনে এনেছেন।
Nabanna: বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের অভিযোগ, টিভি চ্যানেলগুলোকে নোটিস পাঠাল নবান্ন
সব অসম্ভবকে সম্ভব করার তীব্র ইচ্ছে,আর জেদের জোরে ২০১২ সালে ইউপিএসসি পরীক্ষায় সফল হন তুষার।