ই-মেল, ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখার ঝক্কিটা নিতে পারেন না অনেকেই। এবার পাসওয়ার্ড সমস্যা নিয়ে মুশকিল আসান করতে চলেছে গুগ্ল। খুব শিগগির পাসওয়ার্ড লাগবেই না গুগলে। তেমনই পরিকল্পনা গুগলের।
পাসওয়ার্ডের পরিবর্তে ‘পাস কী’ থাকলে সহজেই গুগ্ল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। অ্যাকাউন্ট লগ-ইন করার সময় ‘ইউজার নেম’ -এর পর পাসওয়ার্ডের বদলে ‘ফিঙ্গার প্রিন্ট’ বা আঙুলের ছাপ দিয়ে ‘আনলক’ করতে হবে। গুগলের দাবি, ‘পাস কী’ চালু হলে গ্রাহকদের তথ্য আরও সুরক্ষিত থাকবে।