ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর (Independence day 2022) উদযাপন। দেশজুড়ে চলছে তার প্রস্তুতি। এই দেশের নাগরিক চিরকালই খেলাধূলাকে স্থান দিয়ে এসেছে নিজেদের হৃদয়ে। গত ৭৫ বছরে (Independence day 2022) ক্রীড়াক্ষেত্রে ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জয়ের কথা আমরা আলোচনা করব। যা বিশ্বের ক্রীড়া মানচিত্রে এই দেশের অবস্থান আরও দৃঢ় করেছিল।
টানা চতুর্থ জয় ভারতের, স্বাধীন ভারতের প্রথম জয়!
হকিতে বিশ্বের সেরা ছিল ভারত। টানা ৪ বার সোনা জিতেছিল অলিম্পিক্সে। তবে, ১৯৪৮ সালে ভারতের হকি অলিম্পিকের জয় ঐতিহাসিকবাবে চিরকালীন হয়ে উঠেছে অন্য কারণে। দেশ স্বাধীন হওয়ার পর এটিই ভারতের প্রথম জয়। সেই প্রথম ভারতের জয়ে বিশ্বমঞ্চে ইউনিয়ন জ্যাকের বদলে উড়েছিল তেরঙ্গা। সেই জয় এসেছিল ১৯৪৮ সালের ১২ অগস্ট। সবথেকে বড় আয়রনি হল, সেই বছরের লন্ডন অলিম্পিক্সে (India won gold in London olympics) ভারত সোনা জিতেছিল গ্রেট ব্রিটেনকে ৪-০ ব্যবধানে হারিয়ে।
আরও পড়ুন: 'সর্দার উধম' থেকে 'শেরশাহ'- সাম্প্রতিককালের কয়েকটি জনপ্রিয়তম দেশাত্মবোধক ছবি
ক্রিকেটে ভারতের ঐতিহাসিক জয়
স্বাধীনতার (Independence day 2022) পর আম-ভারতীয় সবথেকে বেশি আপন করে নিয়েছে যে খেলাটিকে, তার নাম ক্রিকেট। অথচ, ক্রিকেট শুরু পর এবং স্বাধীনতার বহু বছর পরেও ক্রিকেট বিশ্বের অন্যতম প্রধান হিসেবেও বিবেচনা করা হত না ভারতকে। এই ছবিটা বদলে গেল ১৯৮৩ সালের ২৫ জুন। ওই দিনই কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল প্রবল পরাক্রমশালী ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জিতে (India won 1983 cricket world cup) নিয়েছিল ক্রিকেট বিশ্বকাপ। ভারতের প্রথম বিশ্বকাপ জয়। ঐতিহাসিক লর্ডসের মাঠে। যে জয়ের পরে শুধু বিশ্বেই নয়, ভারতের অভ্যন্তরেও ক্রিকেট নিয়ে বদলে গিয়েছিল গোটা দৃশ্যটাই।
গোটা পকিস্তান গলা ফাটাল ভারতের জন্য
৫ মার্চ, ১৯৫১, ইরানকে ভারত হারাল ১-০ ব্যবধানে
স্বাধীনতার (Independence day 2022) পর থেকেই যে দেশকে ভারতের 'শত্রু' বলে তুলে ধরা হয়েছে ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে চলচ্চিত্র পর্যন্ত সব জায়গায়, সেই পাকিস্তানই গলা ফাটিয়েছিল ভারতের জন্য! হ্যাঁ, এমন আপাত-অবিশ্বাস্য ঘটনাই ঘটেছিল ৭১ বছর আগে। ১৯৫১ সালের ৫ মার্চ। প্রথম এশিয়ান গেমসে নয়াদিল্লিতে ওই দিন ভারতীয় ফুটবল দল ইরানকে হারিয়েছিল ১-০ গোলের ব্যবধানে।
কাট টু ১৯৬২। ভারতের এশিয়ান গেমস (India won Asian Games hockey 1962) হকিতে শেষ সোনাজয়। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারায় ভারত। গোটা পাকিস্তান হকি টিম ওই দিন সমর্থন করেছিল ভারতকে। গলা ফাটিয়েছিলেন পাক দলের প্রতিটি সদস্য সেদিন ভারতের জন্য।
অভিনব বিন্দ্রার 'ঐতিহাসিক শট'
২০০৮ সালের ১১ অগস্ট বেজিং অলিম্পিকে সৃষ্টি হয়েছিল ইতিহাস। শুটিং-এ সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। অলিম্পিক্সে এককভাবে প্রথম কোনও ভারতীয়র সোনাজয়। ২০০৪ সালের এথেন্স অলিম্পিক্সে একটুর জন্য মিস হয়ে গেলেও ৪ বছর বাদে আর কোনও ভুল করেননি তিনি। ১০.৮ মিটারের নিখুঁত শটে ঝুলিতে এসেছিল সোনা। আলো জ্বলে উঠেছিল দেশবাসীর মুখে।
ব্লকবাস্টার ফাইনাল- ভারত বনাম পাকিস্তান ২০০৭!
শুরু হল ভারতীয় ক্রিকেটের নতুন যুগ! মহেন্দ্র সিং ধোনির যুগ! ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে q(India won t-20 WC 2007) প্রায় অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল ধোনির ভারত। দলগতভাবে ভারতের ক্রিকেটের ইতিহাসের (Independence day 2022) অন্যতম সেরা জয় ছিল এই টুর্নামেন্ট। যোগিন্দর শর্মার বলে মিসবাহ উল হকের মারা শটটি যখন শ্রীসন্থের তালুবন্দি হল, তখন নেচে উঠেছিল গোটা দেশ।
ভারতের বিশ্বকাপ জয়, ২০১১
২৮ বছর বাদে ফের ক্রিকেট বিশ্বকাপে (India won cricket WC 2011) জয় পেল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ফাইনালে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ধোনির ব্যাট থেকে ওভার বাউন্ডারি আসার পরেই সেদিন ঘরের বাইরে বেরিয়ে এসেছিল গোটা দেশ। দেশের মাঠের এই বিশ্বকাপই ছিল সচিন তেন্ডুলকরের খেলা শেষ বিশ্বকাপ।