যে সব দেশ পরিবারের ঐতিহ্যে বিশ্বাস করে এবং ভরসা রাখে 'বিয়ে' নামক রীতিতে, তাদের মধ্যে ডিভোর্স সবথেকে কম হয় ভারতে। মাত্র ১ শতাংশ! জানাচ্ছে, ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকসের নয়া রিপোর্ট। ভারতের পরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম। মাত্র ৭ শতাংশ বিবাহবিচ্ছেদ হয় সেই দেশে। বস্তুত, এই নয়া রিপোর্ট অনুযায়ী, বিবাহবিচ্ছেদ ১০ শতাংশের কম হয় দুনিয়ায় এই দুটি দেশেই।
চিন ও আমেরিকাতে এই পরিসংখ্যান যথাক্রমে ৪৪% এবং ৪৫%। তালিকার শেষে রয়েছে পর্তুগাল। ৯৪ শতাংশ বিবাহবিচ্ছেদ হয় ওই দেশের দম্পতিদের মধ্যে।