সালটা ছিল ২০২১। গায়ে তাঁর চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সি। তা নিয়েই সটান চলে গিয়েছিলেন গ্য়ালারিতে। বাকি সবার সামনে হাঁটু মুড়ে বসে বান্ধবী জয়া ভরদ্বাজকে (Jaya Bhardwaj) বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার দীপক চাহার (Deepak Chahar)। সেই দৃশ্য বিদ্যুতের গতিতেই ভাইরাল (Viral) হয়েছিল সোশাল মিডিয়ায়। তার ঠিক একবছর পর বুধবার দীপক-জয়ার চারহাত এক হল।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক পাঁচতারা (Five Star) হোটেল হল বিয়ের অনুষ্ঠান। বর সেজেছিলেন শেওয়ানি আর পাগড়ি আর গলায় কস্টিউম জুয়েলারিতে। গাঢ় পিচ রঙের লেহেঙ্গায় বেশ মানিয়েছিল জয়াকে। সঙ্গে ছিল চূড়া আর গয়না। গত বছর আইপিএলের সময় দুবাইয়ে দীপকের সঙ্গে একই বায়োবাবেলে ছিলেন জয়াও।
আরও পড়ুন : নিখাত জারিনের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানালেন নিখাতও
এই বছর আইপিএলে (Ipl2022) সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে নিলামে জায়গা করেছিলেন দীপক। কিন্তু চোটের কারণে একটি ম্যাচ না খেলেই তাঁকে ছিটকে যেতে হয়েছিল। এই বছরের ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই শেষবার মাঠে নেমেছিলেন তিনি।