দেশের ৭৬তম স্বাধীনতা দিবসে রেকর্ড ভারতের। এবার মহাকাশে উড়ল ভারতের জাতীয় পতাকা। উল্লেখ্য, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীরা একটি স্যাটেলাইট বানিয়েছিল। “স্পেস কিডজ ইন্ডিয়া” নামক একটি মহাকাশ গবেষণা সংস্থার অধীনে ৭৫০ স্কুল পড়ুয়া স্টুডেন্টস স্যাটেলাইট তৈরি করে। ছোট রকেটে সেই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। কথা ছিল, এই স্যাটেলাইট ঘুরবে পৃথিবীর অক্ষে। সেখান থেকে খুঁটিনাটি তথ্য পাঠাবে ইসরোর বিজ্ঞানীদের। যদিও যান্ত্রিক ত্রুটিতে তা আর সম্ভব হয়নি। তবে পৃথিবীর বাইরে পতাকা উত্তোলনের প্রচেষ্টা সফল হল এদিন।
এবার ঘরে-ঘরে জাতীয় পতাকা ওড়ানোর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু করেছিলেন ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। সোমবার ছিল এই প্রকল্পের চূড়ান্ত পর্যায়। সেই কর্মসূচির অংশ হিসেবে পৃথিবীর বাইরে উড়ল তেরঙ্গা। মাটি থেকে এক লক্ষ ছ হাজার ফুট উঁচুতে উড়ল জাতীয় পতাকা। এই কাজ সম্পন্ন করল ভারতে ছোটদের বিজ্ঞান গবেষণার বেসরকারি সংস্থা স্পেস কিডজ ইন্ডিয়া।
আরও পড়ুন- Independence day in bollywood: মন্নত-এ তেরঙ্গা! শাহরুখ ছাড়াও উদযাপনে শামিল সলমন-আমির-অমিতাভরা
৭৬তম স্বাধীনতা দিবসের (Independence Day) আনন্দে মাতোয়ারা দেশ। সকালেই লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এই প্রথমবার দেশে নির্মিত কামানে গান স্যালুট হয় লালকেল্লায়। নারীশক্তির কথা উল্লেখ করে বক্তব্য শুরু করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, “মহিলা-পুরুষ সমানাধিকার না পেলে অগ্রগতি সম্ভব নয়। একতা সম্ভব নয়। নারীকে অপমান করব না, এই সংকল্প নিতে হবে।” পাশাপাশি, আত্মনির্ভর ভারতের উপরে জোর দেন প্রধানমন্ত্রী।