রাস্তাঘাট সুরক্ষিত রাখতে এবং পথ দুর্ঘটনাকে আটকাতে মধ্যপ্রদেশের ইন্দোরের কয়েকজন পড়ুয়া অ্যান্টি-স্লিপ ডিভাইস বা নিদ্রাবিরোধী যন্ত্র আবিষ্কার করেছেন বলে দাবি করলেন। মোট ৫ জন পড়ুয়া মিলে এই নিদ্রাবিরোধী যন্ত্রটি বানিয়েছেন। সময় লেগেছে ৩ সপ্তাহ।
একজোড়া চশমার ওপর একটি সেন্সর বসানো রয়েছে। ওই চশমাটি পরে কেউ গাড়ি চালানোর সময় চোখ বন্ধ করলেই সেখানে বসানো সেন্সর থেকে অ্যালার্ম বেজে উঠবে। চোখ খুললেই থেমে যাবে অ্যালার্ম।
গাড়ি চালাতে চালাতে চালকদের ঘুমিয়ে পড়ার কারণেই ভারতে বহু পথ দুর্ঘটনা ঘটে। তা আটকাতেই এই পন্থা অবলম্বন করা হয়েছে। উল্লেখ্য, কয়েকমাস আগে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থও গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় পথ দুর্ঘটনার কবলে পড়েন বলে জানা গিয়েছিল।