ভাইরাল হওয়ার জন্য, প্রচারে থাকার জন্য নানাবিধ অদ্ভুতুড়ে কাণ্ড ঘটিয়েই চলেন বহু মানুষ। লক্ষ্য একটাই- যাতে তাঁর সেই কাজ মানুষকে অবাক করে দেয় এবং তাতে আর কিছু হোক না হোক তাঁর 'রিচ' বাড়বে! সাইকেলের ঘুরন্ত টায়ারের উপর থালা-বাটি রেখে খাওয়াদাওয়ার ভিডিয়ো পোস্ট করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলেন এক ব্যক্তি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি টুলের উপর বসে রীতিমত তাড়িয়ে তাড়িয়ে খাবার খাচ্ছেন তিনি। ডাইনিং টেবিল করেছেন একটি সাইকেলের টায়ারকে শুইয়ে। সেটিকে ঘুরিয়ে নিজের পছন্দমত বাটিগুলো টেনে নিচ্ছেন! কোনও বাটিতে ডাল, কোনও বাটিতে সবজি, কোনও বাটিতে স্যালাড।
নেটিজেনরা স্বভাবতই এই ভিডিয়ো দেখে অতি উৎসাহে নানা মজার প্রতিক্রিয়া দিতে আরম্ভ করেছেন। ভিডিয়োটি এখনও পর্যন্ত দেখেছেন প্রায় ২ কোটির কাছাকাছি মানুষ!
কেউ কেউ মজা করেই লিখেছেন, 'একেই বলে দেশি জুগাড়'! কারও কথায় আবার, 'ভারত ছাড়া এইসব প্রতিবা দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে না'! কেউ কেউ আবার বলেছেন, 'জাস্ট লুকিং লাইক আ ওয়াও'!