একের পর এক নতুন ফিচার এনে এর আগেই নিকটতম প্রতিদ্বন্দ্বীদের জোর লড়াইয়ের মুখে ফেলে দিয়েছিল মেটা। ফের আরও একটি চমক দিল এই সংস্থা। ইনস্টাগ্রামের ইউজারদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এলো মেটা। যে ফিচারের মাধ্যমে সাময়িকভাবে ইনস্টাগ্রামের নোটিফিকেশনকে সাইলেন্ট করে রাখতে পারবেন ইউজাররা। এই নতুন মোডের নাম রাখা হয়েছে 'কোয়ায়েট মোড'। এর ফলে প্রোফাইলের স্টেটাসও 'ইন কোয়ায়েট মোড'-এ রাখা যাবে। ওই সময় কেউ যদি ডিরেক্ট মেসেজ করেন, তাহলে তাঁর কাছেও সেই কোয়ায়েট মোড-এর স্টেটাসটি পৌঁছে যাবে স্বয়ংক্রিয়ভাবে।
শুধু তাই নয়, নিজের সুবিধামতো সময় অনুযায়ীই এই কোয়ায়েট মোড অপশনকে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে শিডিউল করে রাখতে পারবেন ইউজাররা।
সোশ্যাল মিডিয়ায় ইউজার সময়ের অপচয় কম হওয়া রুখতেই এই অপশনের স্ট্র্যাটেজি নেওয়া বলে জানানো হয় মেটার তরফ থেকে।