যতদূর চোখ যায়, বরফঢাকা পাহাড়। আর তার মাঝেই বেশকিছু মানুষকে শীতের পোশাক পড়ে কবাডি(Kabaddi) খেলতে দেখা যাচ্ছে। তবে ওঁরা কোনও পর্যটক(Tourist) নন, এমনকি নন কোনও পর্বতারোহী(Mountaineer)। ওঁদের পরিচয়, ওঁরা সকলেই ইন্দো-তিব্বত সীমান্ত বাহিনীর(ITBP) সদস্য। সম্প্রতি এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়(Social Media)।
প্রতিদিনই কঠিন-কঠোর দায়িত্ব পালনের ভার থাকে ওঁদের কাধে। যুদ্ধ(War) না চাইলেও ওদেরকেই যুদ্ধ করতে পাঠানো হয় সীমান্তে(Border)। কিন্তু ওঁরাও মানুষ, আমার আপনার মতোই সাধারণ মানুষ। আর তাই এই একঘেয়ে জীবনের মাঝেই নিজেদের মতো করে আনন্দ(Positivity) খুঁজে ফেরেন তাঁরা। এবার হিমাচলপ্রদেশের(Himachal Pradesh) বরফঘেরা পাহাড়চূড়ায় ধরা পড়ল ইন্দো-তিব্বত সীমান্ত বাহিনীর(ITBP) কবাডি খেলার মনোরম দৃশ্য।
আরও পড়ুন- Snake on the football ground: পুরোদমে চলছিল ফুটবল, মাঝমাঠে ভেল্কি দেখাল এক সাপ