অক্ষরের জন্মদিন। আর তাই এলাহি বার্থডে পার্টির আয়োজন। ছাপানো হয়েছে আমন্ত্রণপত্র। আমন্ত্রিত কমপক্ষে ৩৫০ জন। বার্থডে বয়ের পরনে চার হাজার টাকার স্যুট। উপহারও আনলেন অতিথিরা। কেউ আবার আনলেন সোনার লকেট।
ঝাড়খণ্ডের (Jharkhand News) ধানবাদের লায়াবাদ অঞ্চলের বাসিন্দা সুমিত্রা কুমারী ও সন্দীপ কুমারী। অক্ষর আসলে আর তাঁদের বাড়ির পোষ্য সারমেয়। কিন্তু পোষ্য হলেও সে বাড়ির সদস্য। আর সেই কারণেই হই হুল্লোড় করে পালন করা হল তাঁর জন্মদিন। কাটা হল কেক। দীর্ঘায়ু কামনা করে চলল পুজো অর্চনাও। অক্ষরের এই জন্মদিনের ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও।
আরও পড়ুন- শব্দে বিরক্তি, রোগীর দেহে চলা ভেন্টিলেশনই বন্ধ করে দিলেন এক মহিলা, তারপর কী হল জানেন?
ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়ার ভিডিয়োতে দেখা যাচ্ছে মনিব ধরে রয়েছেন সারমেয়কে,অক্ষরের পরনে স্যুট। সকলে চারিদিক ঘিরে রেখেছে। উপহারে ভরিয়েছেন ভরে রয়েছে টেবিলে। সামনে একটি বিশাল কেকও রাখা রয়েছে। ঠিক যেন বাড়ির ছোট্ট সদস্যের জন্মদিনের উৎসব চলছে।