কনে কানপুরে আর বর জার্মানিতে। তা বিয়েটা হবে কী করে? কেন যেভাবে নিমেষে দূরত্ব পেরিয়ে যায় এক ক্লিকেই, ছুঁতে না পারলেও অন্তত দেখা যায় কথা বলা যায়, সেভাবেই! ভাবছেন মজা করছি? আজ্ঞে না! সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। ভিডিয়ো কলে বিয়ে হয়েছে মহম্মদ হাসান এবং তাঁর সঙ্গিনীর।
ICC ODI WC 2023: ইডেনে বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচ, পাকিস্তানকে সমর্থন করতে অনুরাগীদের ঢল
দূরত্ব যখন বাধা হয়ে দাঁড়ায়, তখন মুফতি সাহেবই অনলাইনে বিয়ের প্রস্তাব দেন। নব দম্পতির পরিবার সূত্রে খবর ,মুফতি সাহেবের সিদ্ধান্তেই নিকাহ পড়া থেকে সমস্ত আচার-অনুষ্ঠান পালন হয়। এই অনলাইন বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরাও। তারপর খানাপিনার হয়েছে জমিয়ে।