অটো চালিয়েই (auto driver) পেট চলে। টানাটানির সংসার। নানা জায়গায় ধার দেনাও হয়েছিল অনুপের। তাই ব্যাঙ্ক থেকে ৩ লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন, ঠিক পরদিনই ২৫ কোটি টাকার লটারি জিতলেন অনুপ। একবারে প্রথমেই এমন খবর বিশ্বাস হয়! স্ত্রীকে সঙ্গে নিয়ে পরপর বেশ কয়েকবার লটারির টিকিটের নম্বর গুলো মিলিয়ে দেখেছেন!
ঠিক ছিল মালয়েশিয়া গিয়ে হোটেলে শেফের কাজ নেবেন। কিন্তু বিদেশ যেতেও যে টাকার দরকার! আগেপিছু না ভেবেই লটারির (lottery) টিকিট কিনেছিলেন। ভেবেছিলেন, যদি ভাগ্যে শিকে ছেঁড়ে।
২৪ ঘণ্টায় রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন অনুপ। এক-দু' কোটি নয়, একেবারে ২৫ কোটির মালিক হয়েছেন।
Srijit Mukherji:হইচই-তে আবার সৃজিতের ফেলুদা সিরিজ! শুটিং-এর ফাঁকেই ঘোষণা টোটার
থিরুঅনন্তপুরমের বাসিন্দা অনুপ জ্যাকপট পেয়ে ঠিক করেছেন,
আপাতত মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা মুলতুবি রাখা হবে। বরং এই টাকায় আগে ধার দেনা শোধ করা হবে, তারপর একটু দান-ধ্যান, আত্মীয় পরিজনদের সাহায্য করার পরিকল্পনাও রয়েছে।