বছর তো প্রায় শেষ হয়ে এল। এই বছরে গুগলে সবচেয়ে বেশি সার্চ হল কোন সেলেব্রিটির নাম দিয়ে? কোন রাজনৈতিক ঘটনা বা প্রাকৃতিক বিপর্যর সম্পর্কে জানতে গুগলবাবার দ্বারস্থ হলেন সবচেয়ে বেশি মানুষ?
চলতি বছরে অনেক নামজাদা ব্যক্তিত্বকে পিছনে ফেলে অভিনেতাদের পিছনে ফেলে ভারতীয়দের মধ্যে সার্চের শীর্ষে ছিলেন কিয়ারা আদবানি। এই বছরেই সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেছেন তিনি৷ তাই কিয়ারাকে নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল নেটিজেনদের।
কিয়ারার পরেই যাঁর সম্পর্কে জানতে সবচেয়ে বেশি মানুষ সার্চ ইঞ্জিনের দ্বারস্থ হয়েছেন, তিনি হলেন তরুণ ভারতীয় ব্যাটার শুভমান গিল। এই বছর প্রথম বিশ্বকাপ খেললেন শুভমন৷ তাঁর প্রেমিকা কে, তা নিয়েও জল্পনার অন্ত নেই৷ সব তথ্য জানতে গুগল করেছেন বিরাট সংখ্যক মানুষ।
বছরভর যে সিনেমাগুলি নিয়ে সারৃচ করা হয়েছে, তার প্রথম তিনটির মধ্যে রয়েছে বলিউডের বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’। এই তালিকায় দশম স্থানে রয়েছে শাহরুখেরই আরেকটি সিনেমা ‘পাঠান’। এছাড়াও গদর ২, টাইগার ৩, দ্য কেরালা স্টোরির মতো ভারতীয় ছবিগুলি নিয়েও বিরাট সংখ্যক মানুষ সার্চ করেছেন গুগলে।
ইজরায়েল-হামাসের সংঘর্ষ, গাজার সংকট, সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প, লিওনেল মেসি, হলিউড ছবি ওপেনহেইমার-এর মতো বিষয়ও ছিল এই বছরের জনপ্রিয় গুগল সার্চের বিষয়বস্তু।